শেষ আপডেট: 13th October 2023 17:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: 'দিদিকে বলো' হেল্পলাইনে ফোন করে কাউন্সিলের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন বৃদ্ধা দম্পতি। এর পরে হামলার মুখে পড়লেন তাঁরা। অভিযোগ নালিশের খবর কাউন্সিলরের কানে যেতেই ওই দম্পতির উপর চড়াও হয়েছিলেন কাউন্সিলের স্বামী ও তার দলবল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদম নিমতা উত্তর পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে এলাকায়। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর খোলা হেল্প লাইনে নালিশ জানিয়েছিলেন ওই দম্পতি। অভিযোগকারীদের দাবি, প্রায় ১০০ জনকে নিয়ে কাউন্সিলরের স্বামী তাঁদের বাড়িতে চড়াও হয়ে অলোক মজুমদার ও তাঁর স্ত্রীকে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার কাউন্সিলরের নাম লিজা ঘোষ। লিজা দেবীর ওয়ার্ডেই থাকেন সস্ত্রীক অলোক মজুমদার। এলাকার ড্রেনগুলি প্রতিদিন পরিষ্কার হয় না। তাতে বাড়ছে ডেঙ্গির উৎপাত। মুখ্যমন্ত্রীর কাছে সেই ব্যাপারেই নালিশ করেছিলেন ওই দম্পতি। কিন্তু এরপরই হামলার মুখে পড়েন তাঁরা। এই ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন।
অলোকবাবুর আনা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরের স্বামী। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। পাল্টা তাঁর দাবি, ওই দম্পতির বাড়ির সমানে যে ড্রেন রয়েছে, সেটি পরিষ্কার করতে দেন না ওই দম্পতি।
এ বিষয়ে উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস জানিয়েছেন, কেউ যদি দোষ করে তাহলে সে শাস্তি পাবে। আইনি পথেই বিষয়টিকে দেখা হবে।
ঘটনাটি সামনে আসার পরেই বিষয়টি নিয়ে বিরোধী দলগুলি সরব হয়েছে। বিজেপির দাবি, পাড়া থেকে ভোট না পাওয়ায় তৃণমূল কাউন্সিলার কাজ বন্ধ করে দিয়েছেন। বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে। বারে বারে জানিয়েও কোনও কাজ না হওয়ায় এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।