শেষ আপডেট: 27th August 2022 09:27
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়ির ভিতরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির (old couple) ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের (Maldah) চাঁচলের কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে গতকাল রাতেই সেখানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর দেহ দু’টি উদ্ধার করা হয়। এই রহস্যমৃত্যু (mysterious death) ঘিরে ধন্ধে এলাকাবাসীরা। এই নিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। জানা গেছে, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। পরিবারে এই দুই সদস্যই। কলিগ্রামে পুরোনো পৈতৃক বাড়িতেই বসবাস করতেন এই নিঃসন্তান দম্পতি। শুক্রবার রাতে ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন যোগেনবাবুর আত্মীয়দের খবর দেন। খবর পাঠানো হয় চাঁচল থানাতেও। এরপর পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়।
প্রতিবেশীরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই থাকতেন দম্পতি। প্রতিবেশীদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখতেন না দুজন। এদিকে, যোগেনবাবুর ভাইপো ছোটন রক্ষিত জানাচ্ছেন, ‘কাকু-কাকিমা একাই থাকতেন। তাঁদের ছেলেমেয়ে নেই। ব্যবসার জন্য কাকুর বাজারে কোনও ঋণ ছিল কিনা জানা নেই। কাকু-কাকিমার মধ্যে কোনওদিন অশান্তির খবরও শোনা যায়নি। ওঁরা কেন এমন করলেন বুঝতে পারছি না।’
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর গতকাল রাতেই দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
পালিত বাবাকে খুন করতে ৫০ লাখ টাকার সুপারি! গ্রেফতার গুণধর সন্তান