শেষ আপডেট: 19th July 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো: ক্যাম্পাসের মধ্যে আর কোনও বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ আন্দোলন নিয়ে হাইকোর্টে মামলা গড়িয়েছিল। তাতে আদালতও জানিয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। আদালতের ওই নির্দেশের কথা মনে করিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে কোনও রকম বিক্ষোভ, ধর্না, জমায়েত কর্মসূচি করা যাবে না। নির্দেশ ভাঙলে কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
গত এপ্রিলে ক্যাম্পাসের মধ্যেই যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক পড়ুয়া। অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে জেএনইউ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসেছিলেন ওই পড়ুয়া। যা নিয়ে সে সময় বিস্তর শোরগোলও হয়েছিল।
যদিও এসএফআইয়ের নেতৃত্বাধীন ছাত্র সংসদের তরফে অভিযোগ করা হয়েছিল, বদনাম করতেই এবিভিপির মদতে এই অভিযোগ এনেছেন ওই ছাত্রী। এবার বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল প্রশাসনিক দফতরের ১০০ মিটার মধ্যে যাতে কোনও বিক্ষোভ বা ধর্না করা যাবে না।