শেষ আপডেট: 24th July 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরে নিজেই একথা জানান সুকান্ত।
তাঁর দাবি, বাংলার উন্নয়নের স্বার্থেই প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রেখেছেন তিনি। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে বাংলার শাসক শিবির থেকে। সুকান্তের এমন পদক্ষেপের পিছনে ফের বাংলাকে ভাগ করার চক্রান্ত দেখছে তৃণমূল।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আবার সেই বাংলাভাগের বিভাজনের চেষ্টা! এবার উন্নয়নের টোপ দিয়ে ফের বাংলা থেকে উত্তরবঙ্গকে বিভাজনের চেষ্টা হচ্ছে। আসলে ওরা বংলার উন্নয়নের বিরোধী।"
অতীতে বাংলার টাকা আটকে রাখার জন্য কেন্দ্রর কাছে আর্জিও জানিয়েছিলেন বিজেপি নেতারা। একথা বড় মুখ করে জানিয়েছিলেন সুকান্ত নিজেই। সেই প্রসঙ্গ টেনে কুণাল বলেন, "আসলে ভোটে হারার দায়টা শুভেন্দুর ঘাড়ে চাপানোর জন্য মোদীর সঙ্গে দেখা করেছেন, আর দলের ঝগড়া থেকে নজর ঘোরানোর জন্য বাজারে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ছেড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।"
কুণালের অভিযোগ উড়িয়ে সুকান্ত অবশ্য অভিযোগ করেছেন, তিনি বাংলার উন্নয়নের স্বার্থেই এই প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে। সুকান্তর কথায়, "তৃণমূলের কাজই হল সব কিছুতে রাজনীতি খোঁজা।" তাঁর দাবি, "উত্তরবঙ্গের উন্নয়ন যে যথাযথ হয়নি, তা কারও অজানা নয়। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। সে জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দও রয়েছে। তাই উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে জুড়ে দিলে উন্নয়নে গতি আসবে।"
প্রসঙ্গত, সুকান্তর নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটও উত্তরবঙ্গের মধ্যে পড়ে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন তিনি।