শেষ আপডেট: 22nd September 2023 14:08
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই প্রধান শিক্ষক বদলি হয়ে যাচ্ছেন বলে কেঁদে ভাসিয়ে ছিলেন ভাটপাড়ার একটি স্কুলের পড়ুয়ারা। এবার আর চোখের জলে নয়, একেবারে হুমকির সুরে শিক্ষক বদলির প্রতিবাদ করল খুদেরা (Student protests over head sir transfer)।
বসিরহাট (Basirhat) মহকুমার স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জ বাংলানি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস। ২০১০ সালে এখানে নিযুক্ত হয়েছিলেন তখন এই স্কুলটা ছিল একচালা অ্যাবেস্টারের ঘর। ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৫০জন। মাত্র ৩, জন শিক্ষক ছিল সেখানে।
এখন সেখানে পাকা স্কুলবাড়ির সঙ্গে ভালো মিডডে মিলের খাবার পাচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামো উন্নত হওয়ায় পড়ুয়াদের সংখ্যা বেড়ে ৫১০জন হয়েছে। এমনকী শিক্ষক সংখ্যাও বেড়ে হয়েছে ১২ জন। প্রধান শিক্ষককের দায়িত্ববোধ নিয়ে অভিভুত পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক অশিক্ষক কর্মীরাও।
প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে প্রাথমিক স্কুলগুলিতে এখন প্রধান শিক্ষক বদলি হচ্ছে। প্রতিদিন স্কুলেই প্রধান শিক্ষক বদলি নিয়ে চলছে প্রতিবাদ। কেউ কেঁদে, কেউ হুমকির শুধু শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।
আরও পড়ুন: পুজোর আগে পদ্মার ইলিশ পাঠালেন হাসিনা, দেখুন ভিডিও