শেষ আপডেট: 31st October 2023 17:27
দ্য ওয়াল ব্যুরো: এলাকায় ঘুরে বেড়াচ্ছে পাগল কুকুর। একের পর এক মানুষকে কামড়ে, আঁচড়ে চলেছে সেই সারমেয়টি। গুরুতর জখম হয়েছেন প্রায় ৪০ জন। আতঙ্কে দিন গুনছে বসিরহাটবাসী।
ঘটনাটি উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মৈত্র বাগানের এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে একটি পাগল কুকুর স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি মানুষকে ছুটে এসে কামড়ে দিচ্ছে। ওই এলাকা দিয়ে গেলেই আচঁড়ে,কামড়ে মারাত্মক জখম করছে কুকুরটি। আহতদের মধ্যে অনেকেই বর্তমানে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি বিষয়টি স্থানীয় কাউন্সিলর ভাস্কর মিত্রকে জানানো হয়। ভাস্করবাবু খবর দেয় বনদফতরকে। কিন্তু বনদফতর জানিয়েছে যে এটি তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাই এই সমস্যা সমাধানে তাদের কিছুই করণীয় নেই।
এরপরই কাউন্সিলার সহ বেশ কিছু লোকজন হাতে লাঠি ও নেট জাল নিয়ে সেই পাগল কুকুরটির সন্ধানে বের হয়। যদিও এখনও সামমেয়টিকে ধরতে পারেননি তাঁরা। এলাকার সমস্ত জায়গায় ওই চারপেয়ের খোঁজ চলছে। এদিকে এত মানুষকে কামড়ের খবরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রীতিমতো বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন এলাকাবাসীরা।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে হুগলির তারকেশ্বরে এমনই একটি ঘটনা সামনে আসে। ওই এলাকাতেও একটি কুকুরের কামড়ে মোট ৪০ জন আক্রান্ত হন। রক্তাক্ত অবস্থায় প্রত্যেকেই ছুটে যান হাসপাতালে। এমনকী এত রোগী সামাল দিতে দশমীর ছুটি বাতিল করে হাসপাতালে ছুটে আসেন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা