শেষ আপডেট: 23rd June 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: ছেলেধরা গুজবে নির্বিচারে মারধরের ঘটনা ক্রমেই বাড়ছে উত্তর ২৪ পরগনা জেলায়। বারাসত, অশোকনগর, বনগাঁর পর এবার ঘটনাস্থল গাইঘাটা। রবিবার সকালে গাইঘাটায় গণপিটুনির শিকার হন এক যুবক। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে।
রবিবার সকালে গাইঘাটা থানা এলাকার বেড়িগোপালপুরে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে ওই যুবককে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। অভিযোগ, রবিবার সকালে যুবক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়ির মালিকের দাবি, যুবক বাড়ির দরজা দিয়ে ঢুকে তাঁর কন্যাকে ইশারায় ডাকেন। ভয় পেয়ে তাঁর মেয়ে জ্ঞান হারান। আর এই ঘটনার পরই এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা যুবকের উপর চড়াও হয়। অভিযোগ, কেন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি ওই যুবক। এরপরই এলাকাবাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এরপর পাড়ার একটি ঘরে তাঁকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বেশ কয়েকদিন ধরে ছেলেধরা সন্দেহে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে এসেছে। গুজবে কান না দেওয়ার কথা বার বার প্রচার করছে পুলিশ-প্রশাসন। কিন্তু তার পরেও বার বার আইন হাতে নিচ্ছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত গত বুধবার বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় ওইদিন উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। একদিন যেতে না যেতেই শুক্রবার অশোকনগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন এক তরুণী। সেই ঘটনায় শনিবার ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় বনগাঁয় এক ভবঘুরেকে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।