শেষ আপডেট: 29th December 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: মেলার ডিউটিতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা পুলিশ কর্মী। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে জনমানসে। প্রশ্ন উঠছে, উর্দি থাকা সত্ত্বেও যদি একজন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলাদের সুরক্ষা কোথায়?
পুলিশ সূত্রের খবর, শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা পুলিশ কর্মী রাজ্য পুলিশের র্যাফে কর্মরত রয়েছেন। পানিহাটি উৎসবের ডিউটিতে গত ২৩ ডিসেম্বর তিনি গিয়েছিলেন।
অভিযোগ, সেদিন রাত সাড়ে দশটা নাগাদ মেলা প্রাঙ্গনেই একদল মদ্যপ যুবকের শ্লীলতাহানির শিকার হন তিনি। ঘটনার পর পানিহাটি থানাতে তিনি এফআইআরও করেছেন। তবে ঘটনার ৫ দিন পরও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় ঘনিষ্ঠ মহলে নিজের নিরাপত্তা অভাবের কথাও জানিয়েছেন ওই মহিলা পুলিশ কর্মী। যদিও পানিহাটি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কিন্তু যেহেতু ওই মহিলা পুলিশ কর্মী অভিযুক্তদের কাউকে নির্দিষ্টভাবে চিনতে পারেননি ফলে অভিযুক্তদের বিষয়ে নিশ্চিত হতে কিছুটা সময় লাগছে।
সূত্রের খবর, সেদিন ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরাই ওই মহিলা পুলিশ কর্মীকে মদ্যপদের হাত থেকে রক্ষা করেন। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হল না কেন, উঠছে সেই প্রশ্নও।