শেষ আপডেট: 29th November 2023 16:01
দ্য ওয়াল ব্যুরো: স্কুল চত্বরেই চলছে মাছ চাষ। তাও বৈধ নয়, বেআইনিভাবে মেছোভেড়ি বানিয়ে দিনের পর দিন চলছে অবৈধ মাগুর মাছের চাষ। তার জেরেই অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। সেই ঘটনাতেই এবার ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের অনন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের ৩০০ জনেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সব মিলিয়ে ৭ জন। স্কুলটি বেশ পুরনো এবং নামী। এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর বহু ছাত্র-ছাত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শিক্ষা এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানিয়েছেন, স্কুলের পিছনে একটা বেআইনি হাইব্রিড মাগুর মাছের চেম্বার তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে পচনশীল খাবার এনে সেই পুকুরে ফেলছেন মাছের খাবারের জন্য।
এছাড়া স্কুল প্রাঙ্গণের যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। স্কুলের জল নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল। এই পরিবেশে মিড ডে মিলের খাবার খাচ্ছে স্কুল পড়ুয়ারা, যা থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে। পড়ুয়ারা রোগে আক্রান্ত হচ্ছে প্রায়ই। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ছাত্রছাত্রীদের স্কুলে আসা কমে গেছে, অভিযোগ তাঁর।
অভিভাবকদের অভিযোগ, এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা স্কুলের গেটেই বিক্ষোভ সামিল হয়েছেন। অভিভাবকরা জনিয়েছেন, চারিদিকে নোংরা আবর্জনায় ভরে গেছে। মাছি ভনভন করে ওড়ে, ডেঙ্গুর মশাও জন্মাচ্ছে। এখানে বেআইনি একটি মাছের চেম্বার তৈরি করা হয়েছে, অসাধু ব্যবসায়ীরা তাদের মুনাফা অর্জন করার জন্য হাইব্রিড মাগুর মাছের চাষ করছে। তাঁদের দাবি, এর একটা বিহিত হোক। শিশুরা স্কুলে এসে সুস্থ পরিবেশে পড়াশোনা করুক। এই দাবি নিয়ে আন্দোলন বিক্ষোভ চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।