শেষ আপডেট: 10th October 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ থেকে বিশেষ কাজে ভারতে এসেছিল সে। নিউ টাউন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। সেই বাড়িওয়ালারই ১৪ বছরের নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধরে যৌন নির্যাতন করে গেছে অভিযুক্ত। শুধু তাই নয়, চলছিল ব্ল্যাকমেলও। এতদিন ধরে ভয় কাউকে কিছু না বললেও শেষমেষ অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তাতেই সামনে আসে পুরো ঘটনা। আর তারপরেই অভিযুক্ত বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ।
অভিযুক্তের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকায়। বিশেষ কাজে কয়েক মাস আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিল সোহেল। নিউটাউনের বালিগুড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে গত দু' মাস ধরে থাকছিল সে।
সেই বাড়িওয়ালারই নাবালিকা মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে। শুধু যৌন হেনস্থা নয়, চলছিল ব্ল্যাকমেলও। কাউকে কিছু জানালে ফল একদম ভাল হবে না বলে কিশোরীকে হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত। তাই কাউকেই কিছু জানায়নি নাবালিকা। তবে লাগাতার নির্যাতন এবং মানসিক যন্ত্রণায় ক্রমশ অসুস্থ হয়ে পড়তে শুরু করে সে। তখনই আর থাকতে না পেরে বাড়ির লোকের কাছে সব কথা খুলে বলে নিগৃহীতা।
এরপরেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশী নাগরিক সোহেল রানাকে সোমবার রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। আজ মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।