শেষ আপডেট: 22nd May 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজম পশ্চিমবঙ্গের নিউটাউনে খুন হয়েছেন বলে ঢাকায় জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আরও জানিয়েছেন, খুনের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত। দু’জনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি। সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সাংসদের দেহ উদ্ধার হয়েছে কি না সেই প্রশ্নের এখনও সদুত্তর মেলেনি।
বুধবার ঢাকাতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মামুদ জানিয়েছেন, কলকাতা পুলিশ বাংলাদেশ উপ দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছে, নিউটাউনের ফ্ল্যাটে কারও দেহ পাওয়া যায়নি।
যদিও কলকাতা এবং স্থানীয় কমিশনারেটের পুলিশ নিউটাউনের একটি আবাসনে বুধবার সকাল থেকে অনুসন্ধান চালাচ্ছে। সেখানে রক্তমাখা জামা কাপড় উদ্ধার হয়েছে বলে খবর। একটি সূত্রের খবর, সাংসদকে হত্যার পর দেহ কেটে পাচার করা হচ্ছিল। নিউটাউনের আবাসনের ফ্ল্যাটেই হত্যা করা হয় তাঁকে। দেহ উদ্ধারের কথা বলেনি স্থানীয় পুলিশ।
অন্যদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, বাংলাদেশ পুলিশ জানতে পেরেছে সাংসদকে খুন করা হয়েছে। খুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিউটাউন পুলিশ সূত্রে খবর, আওয়ামী লিগ সাংসদের সঙ্গে নিউটাউন থেকে তিনজন গাড়িতে উঠেছিলেন। তাদের একজন মহিলা। কলকাতার তদন্তকারীরা সেই মহিলাকে চিহ্নিত করতে পেরেছে। তিনি খুনের কথা স্বীকার করেছেন। কিন্তু দেহ কোথায় আছে সে ব্যাপারে মুখ খোলেননি।