শেষ আপডেট: 31st July 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক দফতরে পদাধিকারে বদল আনা হল। শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে। নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার। মণীশকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে স্থানান্তর করা হল। একই সঙ্গে আরও একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে।
বুধবার এ ব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিবের পদে ছিলেন মণীশ। তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব পদে পাঠানো হল।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মণীশের। সে সময় তাঁকে শিক্ষা সচিবের পদ থেকে অপসারণের দাবিও তুলেছিল বিরোধীরা। যদিও নবান্নের দাবি,, এগুলি সবই রুটিন বদলি। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজা অর্থহীন।
মণীশের জায়গায় আনা হয়েছে বিনোদ কুমারকে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, বদল আনা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন , খাদ্য ও সরবরাহ, জনস্বাস্থ্য-সহ একাধিক দফতরে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব হলেন গুলাম আলি আনসারিকে। একই সঙ্গে মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাতে হবে তাঁকে।
সংখ্যালঘু সেলের দায়িত্বে আনা হল পি বি সেলিমকে। জিটিএ-র প্রধান সচিব করা হল বিজয় ভারতীকে। স্টেট গেজাটার্সের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল সৌম্য পুরকাইতকে। একইভাবে টেকনিক্যাল এডুকেশনের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে শ্রীমতি যোশী দাশগুপ্ত, উচ্চ শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে আনা হল অমিত রায়চৌধুরীকে।