শেষ আপডেট: 29th May 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: উদয় শংকর সরণীর ফিল্ম সার্ভিস স্টুডিও, এক সময় যেই বাড়িতে থাকতেন কিংবদন্তি নৃত্যশিল্পী স্বয়ং উদয় শংকর। এই বাড়িতে এখন যেমন ফিল্ম এডিটিং স্টুডিও, অডিও রেকর্ডিং স্টুডিও, ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফি আছে, রয়েছে অরিন্দম গাঙ্গুলী ও খেয়ালী দস্তিদারের অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানও।
আর এই সব প্রতিষ্ঠানের মধ্যমণি হয়ে সম্প্রতি উদ্বোধন হল অভিনব ক্যাফের, 'ক্যাফে দার্জিলিং (New Cafe alert kolkata! 'Cafe Darejeeling' )'। ক্যাফেতে মিলবে নানা রকমের অভিনব দার্জিলিং চা। কেবল চা নয়, মিলবে নানা রকমের ইতালিয়ান থেকে কন্টিনেন্টাল খাবারও।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার লোকগানে সন্ধে জমালেন বীরভূমের গিরিশ দাস বাউল। ক্যাফের কর্ণধার রাজকল্যাণ রায় জানালেন, 'এমন এক সাংস্কৃতিক পরিমণ্ডল পাওয়া যাবে এই ক্যাফেতে এলে। এখন থেকে সপ্তাহে তিন দিন বিভিন্ন ধরনের গান, কবিতা, আলাপচারিতায় মুখরিত থাকবে আমাদের এই ক্যাফে। এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সব গানের ধারার শিল্পীরাও।’
সম্প্রতি এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফির কর্ণধার তথা স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মধু সরকার, সংগীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় সহ কাজী কামাল নাসের এবং মেহুলি ঠাকুর। এছাড়াও ছিলেন সংগীতপরিচালক চন্দন রায়চৌধুরী, তবলাশিল্পী দীপঙ্কর আচার্য, বাচিকশিল্পী দেবাশিস বসু, অভিনেত্রী খেয়ালী দস্তিদার, চিত্র পরিচালক সৌভিক মিত্র, অরুণ রায় ও রাজীব মুখোপাধ্যায়।
পরিচালক হিসেবে হাতে খড়ি রণদীপ হুডার, কবে পর্দায় আসবে ‘বীর সাভারকর’