শেষ আপডেট: 12th October 2023 15:33
দ্য ওয়াল ব্যুরো : বালিগঞ্জের (Ballygunge) ডোভার লেনে খুলে গেল অবসর যাপনের নতুন ঠিকানা (New bistro cafe opened at Dover Lane)। পুজোর আগেই স্বাদে- গন্ধে মাতোয়ারা করে দেওয়া খাবারের সঙ্গে গরম চা বা কফির পেয়ালায় চুমুক আর দু-দণ্ড নিশ্চিন্তে বসে আলাপচারিতার সুযোগ করে দিল ক্যাফে কাম বেকারি 'মারভেলি বেকারি অ্যান্ড বিস্ট্রো'।
ক্যাফের ডিরেক্টর ও কর্ণধার প্রসেনজিৎ সাহা ও সুতপা সাহা জানান, 'মারভেলি বেকারি অ্যান্ড বিস্ট্রো’ এমন একটি জায়গা যেখানে এক ছাদের তলায় পাওয়া যাবে ফ্রেশ বেকড আইটেম, কন্টিনেন্টাল খাবার সঙ্গে রুফটপের মজা। স্বাদ এবং দাম, দুদিক থেকেই এই ক্যাফে অন্যদের তুলনায় অনেকটাই আলাদা। উপরি হিসেবে পাওয়া যাবে অসাধারণ অ্যাম্বিয়েন্স। প্রত্যেকটা খাবার আমাদের নিজস্ব হাউস শেফদের দিয়ে বানানো। 'মারভেলি বেকারি অ্যান্ড বিস্ট্রো' খুলে গেল আপনাদের অন্যরকম একটা অনুভূতি দেওয়ার জন্য। আপনারা আসুন আমাদের এই ক্যাফে কাম বেকারিতে এবং নিজেদের মত করে ভাল সময় কাটিয়ে যান।'
গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি ধরে উঠে গেলে পড়বে ছোট্ট সুন্দর ক্যাফে। রয়েছে বসার জায়গা, দারুণ সাজানো গোছানো। আলো, রং বেরঙের জানলা সঙ্গে জিভে জল আনা কন্টিনেন্টাল ফুড। এমনকী একটা ফ্লোর থেকে অন্য একটা ফ্লোরে যাওয়ার সিঁড়ির পাশেও রয়েছে নানা ধরনের আধুনিক ডিজাইনের আলো আর পেন্টিং। এই ফ্লোরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল খাবার। বার্গার, পিৎজা, সুইস স্যান্ডুইচ। থাকছে ভেজ এবং ননভেজ দুই ধরনের খাবারের ব্যবস্থাও।
এছাড়া পাওয়া যাবে চা, কফি, দুধ, নানা ধরনের ফ্রুট জুস এবং আরও অনেক কিছু। কন্টিনেন্টাল ব্রেকফাস্টে রয়েছে দারুণ অফারও। ২৯৯ টাকার একটা ধামাকা কম্বো। চা, কফি নিলে ফ্রিতে পেয়ে যাবেন ফ্রেশ কুকিস বা কেকস। এছাড়া রয়েছে মারভেলি কম্বো মিল যেখানে থাকছে ভেজ ক্লাব স্যান্ডুইচ, আইসড টি, ফ্রেঞ্চ ফ্রাইস এবং সস। পিৎজার মধ্যে রয়েছে অ্যাল ফাংগি পিৎজা, হাওয়াইয়ান পিৎজা, পেপারনি পিৎজা এবং মারগারিটা পিৎজা। বার্গারের মধ্যে পেয়ে যাবেন বিবিকিউ পুলড পর্ক বার্গার, মটন অ্যান্ড বেকন বার্গার, ভেজ বার্গার সহ আরও ভিন্ন স্বাদের বার্গার।
এরপর দোতলায় উঠে গেলে দেখতে পাবেন সবুজে ঘেরা অসাধারণ একটা রুফটপ। সেই রুফটপেও রয়েছে বসার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা।
আরও পড়ুন: মোমো থেকে পিৎজা, মাত্র ৫৯ টাকা থেকে শুরু দারুণ সব স্ন্যাক্স! উত্তর কলকাতায় নতুন ক্যাফে