শেষ আপডেট: 19th June 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার আগেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি জানিয়েছে রেখেছে কংগ্রেস। আগামী সোমবার সংসদ অধিবেশনের সূচনা দিনেই এই বিষয়ে সরব হবে দল। তার তিনদিন আগে শুক্রবার নিট কেলেঙ্কারি নিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিল কংগ্রেস।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার রাজ্য কংগ্রেস সভাপতিদের চিঠি দিয়ে বলেছেন, শুক্রবার প্রদেশ ও জেলা স্তরে নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে হবে। তাতে নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক। সূত্রের খবর, দিল্লিতে আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। শারীরিক অবস্থা ভাল থাকলে আন্দোলনে শামিল হবেন সনিয়া গান্ধীও।
দলীয় সূত্রের খবর, নিট নিয়ে দেশব্যাপী পড়ুয়া ও অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্ষোভের কথা বিবেচনায় রেখে কংগ্রেস এই ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরতে চাইছে। বেণুগোপাল চিঠিতে কেলেঙ্কারির নানাদিক উল্লেখ করেছেন যেগুলি কংগ্রেস প্রচারে তুলে ধরবে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, প্রশ্ন ফাঁস ছাড়াও পাশ করাতে কোনও নির্দিষ্ট পদ্ধতির অনুসরণ ছাড়াই গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ফলে বহু যোগ্য পরীক্ষার্থীর প্রতি বঞ্চনা করা হয়েছে। অভিযোগ, বিপুল টাকার খেলা হয়েছে ওই পরীক্ষায়। বিহার, দিল্লি এবং হরিয়ানা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনার পিছনে একটি সংঘঠিত চক্র কাজ করছে। প্রসঙ্গত, কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গোড়ায় অভিযোগ মানতে না চাইলেও পরে সুর বদলে বলেছেন, কেউ অপরাধ করে থাকলে শাস্তি পাবে।
নিট নিয়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলনকে রাজনৈতিক মহল অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখছে। দেশের প্রধান শাসক দল এবার আসন প্রায় দ্বিগুণ বৃদ্ধি করার পর গোড়া থেকেই সরকারের বিরুদ্ধে জনমুখী বিষয় নিয়ে আক্রমণাত্মক থাকার কৌশল নিয়েছে। এতে দলকে চাঙা রাখার পাশাপাশি সংসদে ও সংসদের বাইরে সরকারকে লাগাতার বিরোধীদের চাপের মুখে রাখা সম্ভব।
সোমবার ১৮তম সংসদের প্রথম অধিবেশনের পয়লা দিনেই শেয়ার কেলেঙ্কারি এবং নিট নিয়ে সরব হবে হাত শিবির। রাহুল গান্ধী মোদী সরকার শপথ নেওয়ার আগেই অভিযোগ করেন, ভোটের এক্সিট পোলের ফলাফলকে ঘিরে শেয়ার বাজারের ঊর্ধ্বগতি ছিল পূর্ব পরিকল্পিত। তিনি প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলে সংসদের যৌথ কমিটিকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলে রেখেছেন। সংসদের শুরু থেকেই কংগ্রেস এই ইস্যুতে সরব হবে। আসলে ভাল ফলে চাঙা কংগ্রেস মোদীর তৃতীয় দফায় সংসদের পাশাপাশি রাজপথেও সরকারকে নাস্তানাবুদ করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে।