গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে, নিজস্ব চিত্র
শেষ আপডেট: 26th July 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেফতার যুবক। পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর
বিরুদ্ধে। বেলডাঙার বাসিন্দা ওই যুবকের নাম অভিজিৎ মণ্ডল।
জানা গিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ-সি পদে কাজে যোগ দিতে নিয়োগপত্র হাতে নিয়ে হাজির হন অভিজিৎ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক। কিন্তু এরকম কোনও পোস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নেই। স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। তারাই খবর দেন পুলিশে।
খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে জেলা আদালতে পাঠায় পুলিশ। যদিও অভিযুক্তের দাবি সে জানতো না এই নিয়োগপত্র জাল। তাকে তার এক আত্মীয় মেলে এই নিয়োগ পত্র পাঠিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এই ভুয়ো চাকরি কাণ্ডে জড়িত চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ। ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে আসার ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিয়োগ দুর্নীতি নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে হইচই চলছে রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে শাসকদলের নেতা মন্ত্রীও। তাই স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে তদন্তে কোনও গাফিলতি করতে নারাজ পুলিশ।