শেষ আপডেট: 23rd July 2024 17:38
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ি ফিরল ঢাকায় আটকে পড়া সাগরপাড়ার ডাক্তারি পড়ুয়ারা। ঢাকায় ডাক্তারি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকা থেকে বাংলাদেশের ঢাকায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন মহম্মদ জাহিদ হাসান, জুবিয়ার রহমান, আফসানা খানম সহ আরও বেশ কয়েকজন পড়ুয়া। অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন তাঁরা। এখনও তাঁদের চোখে মুখে শুধুই আতঙ্কের ছাপ। ঘরে ফিরে ভয় কাটছে না।
মুহম্মদ জাহিদ হাসান ও জুবিয়ার রহমান, এই দুজন ঢাকার মার্কস মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। আফসানা খানম ওই একই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি সবে মাত্র বাংলাদেশে গিয়েছিলেন।
আফসানা বলেন, "আচমকাই ছাত্র বিরোধী আন্দোলন শুরু হওয়ায় রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছিল। তারপর থেকেই কলেজ বন্ধ হয়ে যায়। হস্টেলে বন্দি অবস্থায় থাকতে হয়েছে। হস্টেলে থেকেই বোমা, গুলির আওয়াজ শুনতে পেতাম। ভয়ে লাগত। বাড়ি ফিরব কীভাবেই বুঝতে পারছিলাম না। ক্রমেই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।"
পুলিশের আনাগোনা, ভাঙচুর, মৃত্যুর খবর পাচ্ছিল তারা। ছাত্র-পুলিশ সংঘর্ষে প্রাণ হারায় ১৫০ জনের বেশি মানুষ। তারপরেই গোটা দেশে কার্ফু জারি করা হয়,বন্ধ করে দেওয়া হয় নেটওয়ার্ক। ফলে তারা বাড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছিল পরিবারের সদস্যরা।
গত ১৫ জুলাই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। ১৮ তারিখ থেকে পরিস্থিতি খারাপ হতে। এক সপ্তাহ ধরে আন্দোলনের মধ্যে পড়ে আতঙ্কের মধ্যে দিনযাপন করছিলেন ভারতীয় ছাত্রছাত্রীরা। যেমন তেমন করে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করছিলেন। অবশেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ও বাংলাদেশ সরকারের উদ্যোগে ঢাকা মার্কস মেডিক্যাল কলেজের প্রায় ১০৬ জন ছাত্রছাত্রী একসঙ্গে গেদে-দর্শনা বর্ডার হয়ে বাড়িতে ফিরতে পেরেছেন তাঁরা। বাড়িতে ফিরতে পেরে স্বস্তিতে মেডিক্যাল পড়ুয়ারা। ছেলে-মেয়েরা নিরাপদে বাড়ি ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরাও।