নাসিম হাসান
শেষ আপডেট: 21st July 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: অগ্নিগর্ভ বাংলাদেশ। এমন পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছেন মুর্শিদাবাদের যুবক নাসিম হাসান বিশ্বাস। ঢাকার ডেল্টা মেডিক্যাল কলেজে থেকে এমবিবিএস করছেন নাসিম। তিনি পঞ্চমবর্ষের ছাত্র। ছাত্র আন্দোলনে জ্বলতে থাকা বাংলাদেশে ছেলে আটকে পড়ায় ঘুম উড়েছে নাসিমের বাবা-মায়ের। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাড়িতে বসে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা।
পরিবারের লোকেদের দাবি, আন্দোলনের আঁচ এখন নাসিমদের কলেজেও পড়েছে। পরিস্থিতি জটিল হওয়াতে বাড়ি ফেরা তোড়জোড় শুরু করেছিলেন নাসিম। কিন্তু ফেরার বাস বা উড়ান কোনওটাই পাচ্ছেন না। তাই আপাতত বাড়ি ফেরাদের ভিড়ে বিমান বন্দর ও বাসস্ট্যাডের ধাক্কা খেতে হচ্ছে মুর্শিদাবাদের এই মেডিক্যাল পড়ুয়াকে।
নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন, “ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজের নিরপত্তারক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি। প্লেনও পাচ্ছে না। ইন্টারনেট সংযোগও নেই। ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না।"
তাঁর দাবি, রবিবার রাতের দিকে বাড়ি ফেরার একটি উড়ান রয়েছে। সেই উড়ানে আদৌ ছেলে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিত নন হাফিজুল। নাসিমের মা ছেলের চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছেন।
মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, "জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাব। ছেলেমেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে।”
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি অশান্ত বাংলাদেশ। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রতিবেশীর দেশের পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে বিতর্কিত কোটা বাতিলের রায় শুনিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এমন রায় দিতে পারে জানাই ছিল। কারণ, এই ব্যাপারে হাই কোর্টের রায়ের বাতিল চেয়েছিল বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছিলেন ছাত্রদের দাবির সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই। পূর্ব ঘোষণা মতো রবিবার সকাল ১০’টায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। আপাতত রায়ের মূল অংশটুকুই জানা গিয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।