Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Madhyamik Student got Beaten up

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক।

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

শেষ আপডেট: 6 February 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চলন্ত ট্রেনের কামরায় এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মাধ্যমিক পরীক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেতবেড়িয়ার সংগ্রামীনগর বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী ও তার মা মণিকা বৈরাগী। আশঙ্কাজনক অবস্থায় দীপকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছে আরও জনাচারেক মাধ্যমিক পরীক্ষার্থী। তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 

স্থানীয়সূত্রে জানা গিয়েছে সংগ্রামী নগর বিদ্যাপীঠ ও ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠ এর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার  সিট পড়েছিল তালদি মোহনচাঁদ হাইস্কুল ও সুরবালা হাইস্কুলে। গত ৩ ফেব্রুয়ারি ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় সংগ্রামীনগর বিদ্যাপীঠের ছাত্রীদের উত্যক্ত করছিল বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। তখন দীপ বৈরাগী প্রতিবাদ করে। এই নিয়ে তার সঙ্গে বচসা হয় ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের কয়েকজন ছাত্রের। স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় তখনকার মতো সমস্যা মিটে যায়। 

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক। তারা দীপ, তার মা ও অন্য কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করে। ট্রেনের কামরাতেই লুটিয়ে পড়ে দীপ। তাদের আর্তনাদে ট্রেনের যাত্রী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। দীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। রেলপুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।


ভিডিও স্টোরি