শেষ আপডেট: 10th February 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের জন্য কলকাতায় ছিলেন না, তার মধ্যেই বাড়ি থেকে চুরি হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দামী আই ফোন। যার দাম আনুমানিক লক্ষাধিক টাকা।
সৌরভের কাছে এই ফোনটি এতটাই মহার্ঘ যে তিনি বাড়ি ফিরেই ঠাকুরপুকুর থানায় চিঠি লিখেছেন। তাতে ভারতের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ওই ফোনটি আমার অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। ব্যাঙ্কের যাবতীয় লিঙ্ক রয়েছে ওই নম্বরের সঙ্গে। তাই দ্রুত আমরা ওই মোবাইলটি খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হোক।
সৌরভ সম্প্রতি শহরের বাইরে গিয়েছিলেন। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি কেউ নিয়ে নিয়েছে। ফোন চুরির নেপথ্যে কার হাত থাকতে পারে, নির্দিষ্ট কারও নামে অভিযোগ না উঠলেও জানা গেল, সেই সময় গঙ্গোপাধ্যায় বাড়িতে রংয়ের কাজ চলছিল। রঙ মিস্ত্রিরা বাড়িতে ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই ঘটনায়।
গত শুক্রবার ঠাকুরপুকুর থানায় জেনারেল ডায়েরি করেছেন সৌরভ। তবে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলেই খবর। রংমিস্ত্রীদের ডেকে জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে। তাতে যদি কোনও হদিশ মেলে।
সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, ওই মোবাইলে প্রচুর গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত নথি রয়েছে। প্রচুর গুরুত্বপূর্ণ ফোন নম্বর রয়েছে। যাবতীয় ব্যাঙ্কের সঙ্গে এই ফোন নম্বরটি লিঙ্কড রয়েছে। বিভিন্ন ইউপিআই পেমেন্টও করা হয়।