শেষ আপডেট: 30th July 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। এই ভিড়ে ভক্ত সেজেই চলছিল পরের পর চুরি। এবার গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। ধৃতের নাম লক্ষ্মণ ভাট। বাড়ি পশ্চিম বর্ধমানের বারাবনির চরণপুরে। লক্ষ্মণের কাছ থেকে উদ্ধার হয় ২২ টি মোবাইল ফোন।
মঙ্গলবার সকালে একটি তীর্থ যাত্রী বোঝাই বাস হুগলির তারকেশ্বর থেকে বিহারের রাজগীর যাচ্ছিল। পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশের কাছে খবর ছিল বাসের মধ্যে দুজন যুবক প্রচুর সংখ্যক চোরাই মোবাইল নিয়ে যাচ্ছে। আরামবাগ বর্ধমান ৭ নম্বর রাজ্য সড়কের সেহেরাবাজার কাছে জামুইঢালে বাসটিকে আটকায় সেহেরাবাজার ফাঁড়ির পুলিশ। বাসে উঠে তল্লাশি করার সময় এক যুবক পালিয়ে যায়। একজনকে পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। ধৃত লক্ষ্মণ ভাটের কাছ থেকে ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এসডিপিও (দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন, "ধৃতের কাছ থেকে মোট ২২ টি মোবাইল ফোন উদ্ধার হয়। তার মধ্যে ২০ টি স্মার্ট ফোন আর দু'টি কি-প্যাড মোবাইল ফোন। বাসে ছিল দুজন। একজন বাস থামতেই নেমে পালিয়ে যায়। তারকেশ্বরে শ্রাবণী মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। সেখানে ভিড়ে মধ্যে এরা মোবাইল চুরি করে। ধৃত লক্ষ্মণ ভাটকে এদিনই বর্ধমান আদালতে তোলা হয়।"