শেষ আপডেট: 9th November 2023 00:06
দ্য ওয়াল ব্যুরো: টোল আদায়ের নামে ভিন রাজ্যের এক ট্রাক চালককে শুধু মারধরই নয়, তাঁর টাকা ছিনতাই করে পালানোরও অভিযোগ উঠল টোল কাউন্টারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বুধবার রাতে তুমুল উত্তেজনা তৈরি হয় জামালপুরে দামোদর নদের উপরে থাকা হরেকৃষ্ণ কোঙার সেতুতে। ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, পূর্ব বর্ধমানে দামোদর নদের উপরে থাকা সেতু পারাপারের সময় এই ঘটনা ঘটেছে বলে খবর। ভিন রাজ্য থেকে পণ্য পরিবহন করতে এসে বেধড়ক মার খেতে হয় ট্রাক চালক হাসান খানকে। তিনি বলেছেন, রাজস্থানের নাগিনা থানার খেরিলি নূরনেবাদ এলাকায় তাঁর বাড়ি। পাঞ্জাবের হরিয়ানা থেকে আলু বীজ নিয়ে তিনি হুগলি জেলার তারকেশ্বরে গিয়েছিলেন। সেখানে ট্রাক খালি করে ট্রাকে তিল লোড করে হরিয়ানা ফিরে যাচ্ছিলেন।
তারকেশ্বর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় সেতুর টোল ট্যাক্সের কাউন্টার পড়ায় তিনি বুঝতে পারেন পথ ভুল করে ফেলেছেন। তাই টোল কাউন্টারের আগে থেকেই তিনি ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলেন। ওই সময় টোল কাউন্টারের লোকজন তাঁর কাছে এসে টাকা চায় । ট্রাক চালকের বক্তব্য, “আমি গাড়ি ঘুরিয়ে একটু এগিয়ে নিয়ে দাঁড় করাতে যাচ্ছিলাম। ওই সময়ে একটি বাইকে চেপে পিছু ধাওয়া করে এসে টোল কাউন্টারের তিনজন আমাকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে । ট্রাকের সামনের কাচ ভেঙে দেয়। এমনকি ট্রাকে থাকা ৪০-৪২ হাজার টাকা ওই হামলাকারীরা ছিনিয়ে নিয়ে চলে যায়।“
প্রত্যক্ষদর্শী স্থানীয় আড়াশুল গ্রামের বাসিন্দা জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবব্রত কাপাসী বলেছেন, “পথ ভুল করে ভিনরাজ্যের ওই ট্রাক চালক হরেকৃষ্ণ কোঙার সেতু পেরিয়ে চলে আসেন। তাই তিনি তাঁর ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলেন। হয়ত গাড়ি ঘুরিয়ে দাঁড় করিয়ে ওই ট্রাক চালক টোল ট্যাক্সের টাকা মিটিয়ে দিতেন। তারই মধ্যে টোল কাউন্টারের দুই কর্মী এবং স্থানীয় ডাঙ্গা গ্রামের বাসিন্দা কেষ্ট মাঝি লাঠি নিয়ে দু'টি বাইকে চেপে ওই ট্রাকের পিছু ধাওয়া করে। ওই তিনজন মিলে সেতুর মুখে ট্রাক চালককে নামিয়ে ব্যাপক মারধর করে।“ স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।
খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ. তাঁকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।