শেষ আপডেট: 7th August 2023 16:14
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কাউন্সিলরকে (Tmc councilor) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। কসবা থানা (Kasba police station) এলাকার ঘটনা। ঘটনার নেপথ্যে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সুশান্ত ঘোষ। রবিবার বিকেলে অচেনা নম্বর থেকে টেলিফোনে আসে। সুশান্তবাবু বলেন, “ফোন ধরতেই ওপার থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু হয়। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।” তৎক্ষণাৎ কসবা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সুশান্তবাবু। রাতেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের খবর, ধৃত সোনা পাপ্পু এবং হাতকাটা বুদ্ধু, দু’জনেই এলাকার কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। সমাজবিরোধী কাজকর্মের অভিযোগে অতীতে একাধিকবার জেলও খেটেছে তারা। ঠিক কী কারণে কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ঘটনার নেপথ্যে রাজনৈতিক শত্রুতাকেই দায়ী করছেন সুশান্ত। তাঁর কথায়, “মানুষের উন্নয়ন নিয়ে থাকি। তাই রাজনৈতিক শত্রুতা থেকে এই হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।”
বিষয়টি প্রকাশ্যে আসতেই জনমানসে শোরগোল পড়ে গিয়েছে। তাঁরা বলছেন, একজন কাউন্সিলরকে যদি এভাবে ফোন করে দুষ্কৃতীরা খুনের হুমকি দিতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থাটা সহজেই অনুমেয়। যদিও পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে কাউন্সিলরকে হুমকি, নেপথ্যে কারা রয়েছে ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের রিপোর্ট যেত, আমার ভূমিকা ছিল না: আদালতে পার্থ