শেষ আপডেট: 30th January 2024 00:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে একটি বাসে হামলা চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
ডোমকলের গোবিন্দপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, যাত্রীবাহী বাসটিকে ঘিরে ফেলে বাইক বাহিনী। তারপর লাগাতার বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। জানলার কাচ ভেঙে সেই ইট ঢুকতে থাকে ভেতরে। জখম হন চালক ও যাত্রীরা।
জানা গেছে, বহরমপুর থেকে বক্সিপুরের দিকে যাচ্ছিল বাসটি। রাতে গোবিন্দপুর এলাকা পার হওয়ার সময়েই হামলা হয় বাসে। বাইকে চেপে এসে কয়েকজন আততায়ী বাসটিকে ঘিরে ফেলে। যাত্রীরা বলছেন, বাইকে থাকা দুই দুষ্কৃতী বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। চালকের সিট লক্ষ্য করেও ইট ছোড়া হয়। চালকের পাশের জানলার কাচ ভেঙে যায়। জখম হন চালক।
বাসের কয়েকজন যাত্রীও গুরুতর জখম হয়েছেন বলে খবর। অনেকেরই শরীরে কাচ বিঁধে গিয়েছে। ঘটনার সময় এলাকার লোকজন ছটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জখম চালক ও যাত্রীদের। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করছে। চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।