শেষ আপডেট: 18th August 2023 09:46
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur Violence) ফের হিংসা ফিরল। শুক্রবার ভোর রাতে সশস্ত্র দুষ্কৃতীদের (armed miscreants) হামলায় তিনজন নিহত (Three people killed) হয়েছেন। তিনজনই গ্রাম রক্ষী বাহিনীর সদস্য।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পার্বত্য মণিপুরের উখরুল থানা এলাকায়। জায়গাটিতে নাগা জনজাতিদের বাস। নাগাদের সঙ্গে জাতি দাঙ্গায় যুক্ত কুকিদের সদ্ভাব রয়েছে। মনে করা হচ্ছে, হামলাকারীরা মেইতেই সম্প্রদায়ের মদতপুষ্ট গোষ্ঠী।
গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে বলেছিলেন, সরকার মণিপুরে দ্রুত শান্তি ফেরাতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মণিপুরে শান্তি অনেকটা ফিরেছে। গত কয়েকদিন রাজ্যে হিংসার ঘটনা ঘটেনি। সেই ভাষণের তিনদিনের মাথায় প্রধানমন্ত্রীর বক্তব্য বড় প্রশ্নের মুখে পড়ে গেল।
এদিকে, মণিপুর নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে রাজ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কুকি জনজাতিদের মধ্যে। বিজেপির একাংশ জাতি দাঙ্গার শুরু থেকেই কুকিদের মায়ানমারের অনুপ্রবেশকারী বলে দেগে দেওয়ার চেষ্টা করেছে। দলের কথায় তাল মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মণিপুরের ঘটনার জন্য মায়ানমারের অনুপ্রবেশকারীদের দিকে আঙুল তোলেন। কুকিদের বক্তব্য, পরিকল্পিতভাবে তাদের বিদেশি বলে দেখানোর চেষ্টা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও রাজ্যের হিংসার জন্য মায়ানমারের বাসিন্দাদের দিকে আঙুল তোলেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, মায়ানমারের বাসিন্দারা বিপুল সংখ্যায় আছে মিজোরামে। মণিপুরে তারা সংখ্যায় নগন্য।
আরও পড়ুন: মোদীর পাশে ভাগবত, ১ লাখ গ্রামে ১ কোটি কৃষককে সদস্য করবে সঙ্ঘের সংগঠন