শেষ আপডেট: 2nd November 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ট্রেনের মধ্যে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করার একটি বড়সড় চক্রকে পাকড়াও করল আরপিএফ। বুধবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ মিথিলা এক্সপ্রেস। ট্রেনের অসংরক্ষিত কামরায় ওঠার জন্য তখন হুলস্থুল চলছে। সেই ভিড়েই মিশেছিল পাঁচ দুষ্কৃতী।
এই পাঁচজনের মধ্যে কয়েকজন আগেও বেশ কয়েকটি মামলায় ধরা পড়েছিল। কর্তব্যরত আরপিএফ কর্মীরা এদের চিনতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য আরপিএফ আধিকারিকদের। পুলিশ ঘিরে ফেলে দলটিকে।পাঁচ দুষ্কৃতীকেই হাতেনাতে ধরে ফেলে। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে আরপিএফ জওয়ানরা মাদক, ঠান্ডা পানীয় এবং বেশ কিছু জলের বোতল উদ্ধার করে।
আরপিএফ আধিকারিকরা জানান, দেওয়ালি এবং ছটপুজো উপলক্ষে অনেকেই এখন বাড়ি ফিরতে উদ্যোগী। তাই হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ খুব বেশি। এই ভিড়ের সুযোগ নিয়েই ওই দুষ্কৃতীরা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের মাদক মেশানো ঠান্ডা পানীয় অথবা জল এগিয়ে দেন। দুষ্কৃতীদের পাতা ফাঁদে পা দিলেই ওই যাত্রীর সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা।
গত কয়েক মাসে হাওড়া ডিভিশনে পরপর এমন বেশ কয়েকটি ঘটনা ঘটায় নড়েচড়ে বসে আরপিএফ। স্পেশাল অ্যান্টি ড্রাগ স্কোয়াড তৈরি করা হয়। ওই টিম চলন্ত ট্রেনে ও প্ল্যাটফর্মে নজরদারি শুরু করে। এর ফলেই গতকাল ধরা পড়ে দুষ্কৃতীদের দলটি। আরপিএফ এর পক্ষ থেকে ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। হাওড়া স্টেশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয় ওই দুষ্কৃতীদের। বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে তাদের।