শেষ আপডেট: 3rd August 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের ইভেন্ট চললে, তিনি দেখেন না। তিনি সারাক্ষণ মেয়ের পাশে থাকেন, কিন্তু যেই ইভেন্ট শুরু হয় মনু ভাকেরের মা ডাঃ সুমেধা ভাকের খেলা দেখেন না। কারণ একটাই টেনশন। এও মনে করেন, তিনি খেলা দেখলে মেয়ে চাপে পড়ে যাবে।
শনিবার ভারতীয় সময়ে দুপুরে মনু চলতি অলিম্পিক্স গেমসের তৃতীয় পদক একটুর জন্য মিস করেছেন। তিনি পদক জয়ের হ্যাটট্রিক গড়তে পারতেন। সেটি হলে তিনি ইতিহাসে স্থান করে নিতে পারতেন। তবুও হরিয়ানার ২২ বছরের তরুণী শুটার যা করেছেন, তারজন্য দেশ তাঁকে মনে রাখবে।
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন ২৫ মিটার পিস্তল ইভেন্টে তিনি চারে শেষ করে ব্যথিত। খেলা শেষে বারবার মাথা নাড়ছিলেন, বোঝাই যাচ্ছিল কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।
দেশে বসে মা সুমেধা দেবীর মনও তখন কাঁদছে। তিনি বলছিলেন, ‘‘আজ তুই না পারলেও তোর জন্য সারা দেশ গর্ব করবে। কারণ তুই আমাদের জন্মের পর থেকে গর্বিত করে গিয়েছিস। এবারই প্যারিসে দুটি পদক জয় কম কথা নয়। একজন মা-ই বুঝতে পারে সন্তানরা ভাল করলে কী আনন্দ হয়!’’
সুমেধা দেবী আরও বলছিলেন, ‘‘শুটিং এমন একটা ইভেন্ট একটু মনোসংযোগ হারালেই সব শেষ। তারপরেও এদিন মেয়ের জন্য তাঁর গর্ব হচ্ছে। বলছিলেন, এই শুটিংয়ের জন্য তুই কতটা ত্যাগ, পরিশ্রম করেছিস, আমরা দেখেছি। জানি তুই আরও ভাল করবি।’’