শেষ আপডেট: 16th August 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে তিনি যা নজির গড়েছেন, তাতে তিনি সকলকে ছাপিয়ে গিয়েছেন। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস রচনা করেছেন মনু ভাকের। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মনুর অকুন্ঠ প্রশংসা করেছেন।
১২৪ বছরের পুরনো ইতিহাস ভাঙার পরে মনু এবার বিশ্রাম নিতে চান। টানা পরিশ্রমের ফসল পেয়েছেন। পদক জয়ের হ্যাটট্রিকও গড়তে পারতেন। কিন্তু পারেননি অল্পের জন্য মিস করায়।
মনুর ইচ্ছে এতদিন যেগুলি পারেননি, সেগুলি তিনি এবার রপ্ত করতে চান। সেই হিসেবে ভরতনাট্যম ও ঘোড়সওয়ার শিখতে চান তিনি। ভোরবেলা ওঠা, যোগব্যায়াম সবই আগের মতো চলবে। এমনকী ভাল বেহালা বাজাতে পারেন তিনি। এমনকী ভায়োলিনেও শখ রয়েছে। মার্শাল আর্টসেও দক্ষ।
২২ বছর বয়সি ভারতীয় শুটার জানিয়েছেন, এবার কিছুটা নিজের জন্য সময় দেব। যেগুলি করতে আমার ভাললাগে, তেমনি কিছু করতে চাই। মার্শাল আর্টস শেখা ছাড়াও ভরতনাট্যম নাচ শিখব। ভায়োলিন বাজানো, সেইসঙ্গে ঘোড়ার পিঠে চড়ার অভ্যাসও তাঁর রয়েছে।