শেষ আপডেট: 10th September 2023 11:25
দ্য ওয়াল ব্যুরো: টানা দুদিনের বৃষ্টি। আর তাতেই ভেসে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ভারতমণ্ডপম (Bharat Mandapam Flooded)। জল থইথই জি২০ শীর্ষ সম্মেলনের সভাস্থলের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা নিয়েই কংগ্রেস সহ বিরোধী দলগুলি তীব্র কটাক্ষ হেনেছে।
জলে ভেসে যাওয়া সভাস্থলের ভিডিও টুইট করে এদিন যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বিভি লেখেন, 'বিকাশ সাঁতার কাটছে!' বলা বাহুল্য, এহেন ক্যাপশনের মাধ্যমে বিজেপির 'সবকা সাথ, সবকা বিকাশ' স্লোগানকেই ব্যঙ্গ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রগতি ময়দানে জি২০ সভাস্থল (G20 Venue) সমগ্র এলাকা ভেসে যাচ্ছে জলে। কেউ কেউ পাম্প করে জল বের করারও চেষ্টা করছেন।
তৃণমূলের সাংসদ সাকেত গোখলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে আসরে নেমেছেন। 'চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হচ্ছে পরিকাঠামোর অবস্থা। জি২০ তহবিলের জন্য বরাদ্দ এই চার হাজার কোটি টাকার কতটা নিজের পকেটে ঢুকিয়েছে মোদী সরকার?' প্রশ্ন তোলেন সাকেত।
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, পুরনো ভিডিও পোস্ট করে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা। তবে জল জমার কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন দিল্লির পিডব্লিউডি কর্মীরা (rain in Delhi)। তাঁরা জানিয়েছেন, রাতভর বৃষ্টি হওয়ায় কিছু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছিল। যদিও দ্রুত সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার থেকে শুরু হয়েছিল জি২০ শীর্ষ সম্মেলন। আজ রবিবার তার পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই বিপুল টাকা খরচ করে তৈরি করা সভাস্থলে জল জমে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ক্যান্ডিড ছবিতে ‘কাপল গোলস’ ঋষি-অক্ষতার! ভারতে এসে যুগলে মাত দিচ্ছেন তাবড় সেলেবদের