শেষ আপডেট: 24th May 2023 07:52
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ে করবেন বলে স্থির করেছিলেন যুগলে। সেইমতোই ঠিক করা হয়েছিল দিনক্ষণ। অবশেষে শুভদিন এল। পাত্রী সেজেগুজে তৈরি হয়ে বসে রয়েছেন মণ্ডপে। কিন্তু বর আর আসে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও যখন পাত্রের দেখা মিলল না, তখন কোমর বেঁধে মাঠে নামলেন পাত্রী নিজেই। বিয়ের সাজেই মণ্ডপ থেকে পাত্রকে খুঁজতে বেরিয়ে পড়লেন তিনি। প্রায় ২০ কিলোমিটার রাস্তা পিছু ধাওয়া করে পাত্রকে পাকড়াও করে মণ্ডপে ফিরে নিয়ে এলেন তিনি। তারপর সেখানেই বিয়ে করলেন তাঁকে (Bride Chases Runaway Groom)।
ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির (UP bride brings back groom to mandap)। জানা গেছে, আড়াই বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে ঠিক হলেও দিন যত এগিয়ে আসছিল, ততই বিয়ের দায়িত্ব নিতে ভয় পেয়ে যাচ্ছিলেন হবু বর।
যদিও হবু স্ত্রীকে তিনি সেকথা বলেননি। বরং বলেছিলেন, নিজের মাকে মণ্ডপে নিয়ে আসতে যাচ্ছেন তিনি। তবে সেকথা বিশ্বাস করেননি কনে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বরের দেখা মেলেনি, তখন তাঁকে খুঁজতে নিজেই বেরিয়ে পড়েন তরুণী।
প্রায় ২০ কিলোমিটার রাস্তা ধাওয়া করার পর বরেলির সীমান্তে একটি থানার কাছে দাঁড়িয়ে থাকা বাসের ভিতর খুঁজে পাওয়া যায় বরকে। এরপরেই শুরু হয় বর-কনের বাকবিতণ্ডা। ২ ঘণ্টা কথাবার্তা চলার পর কনে, তাঁর পরিবার এবং বরের পরিবারের লোকজন পাত্রকে বরেলি শহরের বাইরে একটি মন্দিরে নিয়ে যান। বরের পরিবার বিয়েতে সম্মতি দেন। এরপর মন্দিরেই দুজনের চারহাত এক হয়।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে সাধারণ পোশাক পরে বিয়েতে অংশ নিতে দেখা যাচ্ছে বরকে। অনেকেই এই ঘটনায় তরুণীর প্রশংসা করেছেন। যেভাবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত তিনি বিয়ে সেরেছেন, তাতে নেটিজেনদের অনেকেই খুব খুশি। একই সঙ্গে পাত্রের 'পালিয়ে যাওয়া মনোভাব'-এর সমালোচনায় মুখর তাঁরা।
ফের চিতার মৃত্যু ভারতে, কুনোয় মারা গেল চিতা শাবক, অসুস্থ আরও তিন