শেষ আপডেট: 22nd July 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আইসক্রিমের ফ্রিজ খুলতেই বেরিয়ে এল নগ্ন দেহ। ভয়ঙ্কর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় নামকরা একটি কোম্পানির আইসক্রিমের ফ্রিজে মেলে দেহটি।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মৃণালকান্তি বসু। বছর চল্লিশের ওই যুবক গত ৬-৭ বছর ধরে আইসক্রিম গোডাউনের গাড়ির চালক ছিলেন। সোমবার সকালে কোম্পানির এক কর্মী মাল পাঠানোর জন্য মৃণালের খোঁজ করা শুরু করেন। কিন্তু অনেক খুঁজেও কোথাও পাওয়া যায়নি তাঁকে।
ইতিমধ্যে কোম্পানির এক কর্মী তাঁর প্রয়োজনেই আইসক্রিম রাখার ফ্রিজ খোলেন। তারপরেই ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন। দেখতে পান ফ্রিজের মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে রয়েছে মৃণালকান্তির দেহ। ওই কর্মীর চিৎকার শুনে ছুটে আসেন কারখানার অন্যরা। পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবর পাঠানো হয় তাঁর বাড়িতে।
আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান, তাঁর অনুমান রবিবার ছুটির দিনে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন মৃণালকান্তি। তার থেকেই কোনওভাবে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেন নগ্ন দেহ মিলল, সে প্রশ্নের কোনও উত্তর এখনও মেলেনি। গাড়ি চালকের দেহ উদ্ধারের পরেই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।