শেষ আপডেট: 21st February 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: 'জি হাঁ বহেনো অউর ভাইয়ো, ম্যায় হুঁ আপকা দোস্ত আমিন সাহনি অউর আপ শুন রহে হ্যায় বিনাকা গীতমালা।' সেই মনোমুগ্ধকর কণ্ঠের জাদুকর আমিন সাহনি প্রয়াত। ৯১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর। কিংবদন্তি বাচিক রাজিল সাহনি বাবার মৃত্যুর কথা জানিয়েছেন।
বর্তমান প্রজন্মের অনেকেই আমিন সাহনিকে না চিনলেও আকাশবাণীর প্রথম যুগ থেকে এবং মুম্বই ও বিদেশের বিভিন্ন মঞ্চে তাঁর জাদুকরি কণ্ঠে বিভোর থাকত জনতা। শুদ্ধ হিন্দি, উর্দু ও ইংরেজিতে চোস্ত ঝরঝরে শব্দ বলতেন। রেডিওর এক যুগের বিনাকা গীতমালা অনুষ্ঠানটি ছিল তাঁর মূল জাদুকাঠি। প্রয়াত শিল্পীর শেষকৃত্য হবে আগামিকাল, বৃহস্পতিবার।
তাঁর ছেলে জানিয়েছেন, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বাবা। তাঁকে সঙ্গে সঙ্গে এইচ এন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ডাক্তারদের চেষ্টা বিফল করে দিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছু আত্মীয় দূরে থাকায় শেষকৃত্য বৃহস্পতিবার হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
সংক্ষিপ্ত জীবনী
আমিন সাহনির জন্ম ১৯৩২ সালের ২১ ডিসেম্বর। ১৯৫১ সাল থেকে তাঁর শুনে আসছেন দেশবাসী। প্রায় ৫৪ হাজার রেডিও অনুষ্ঠান প্রযোজনা এবং ১৯ হাজার মঞ্চ ঘোষকের কাজ করেছেন। এছাড়াও অসংখ্য ছবিতে কথকের কণ্ঠ দিয়েছেন। ২০০৯ সালে সাহনিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বর্ষীয়ান শিল্পীদের কাছ থেকে জানা যায়, তাঁর সোনায় বাঁধানো কণ্ঠস্বর ও বাচনভঙ্গির জন্য অমিতাভ বচ্চন পর্যন্ত রেডিও উপস্থাপক হিসেবে বাতিল হয়ে যান। লতা, আশা, কিশোর, রফি, মহেন্দ্র কাপুর, মুকেশসহ এমন কোনও মুম্বইয়ের শিল্পী নেই, যাঁদের দেশে-বিদেশের মঞ্চ অনুষ্ঠানে ঘোষক ছিলেন না আমিন সাহনি। তাঁর মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ গভীর শোকপ্রকাশ করেছেন।