শেষ আপডেট: 7th August 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: বাংলার আকাশে ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অর্থাৎ কলকাতা-সহ দুই বঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা!
ঠিক কী বলেছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। যার দাপটে আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রবল বৃষ্টির কারণে পার্বত্য জেলায় ধস নামতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টি হতে পারে ২০০ মিমি পর্যন্ত। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে এবং নদীর জল স্তর বাড়তে পারে। একটানা বৃষ্টিতে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আলিপুর। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ২৪ পরগণা, এবং বর্ধমান জেলায় বেশি বৃষ্টি হতে পারে।