শেষ আপডেট: 10th August 2024 23:44
দ্য ওয়াল ব্যুরো: বেহাল দশা কেরলের ওয়ানাড়ের। প্রবল বৃষ্টির জেরে ধস এবং তাতেই মৃত্যু ৪০০-র বেশি মানুষের। এখনও স্পষ্ট হচ্ছে না ওয়ানাড়ের স্বাভাবিক পরিস্থিতি কবে ফিরবে। এই অবস্থায় শনিবার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তাঁর উপলব্ধি, এটা কোনও সাধারণ বিপর্যয় নয়।
শনিবার বেলা ১১টার কিছু পর কেরলে পৌঁছন নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে স্বাগত জানান। এরপর হেলিকপ্টার করে বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ধসের জেরে বহু এলাকা তছনছ হয়ে যাওয়ায় অন্তত ১০ হাজার মানুষকে নানা ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কপ্টার করে এলাকা পরিদর্শনের পর সেই ত্রাণ শিবিরেও যান নরেন্দ্র মোদী।
বন্যায় বিপর্যস্ত মানুষের সঙ্গে কথা বলার পর তিনি মন্তব্য করেন, ''যেদিন প্রথম এই ঘটনা ঘটেছে সেদিন থেকেই আমি স্থানীয় প্রশাসনের থেকে খোঁজ নিয়েছি। কেন্দ্রের তরফ থেকে যা যা সাহায্য করা যায় তা দেওয়া হয়েছে। তবে এই বিপর্যয় সাধারণ ঘটনা নয় বলেই মনে হচ্ছে। কত কত পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।''
ওয়ানাড়ের দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২২৪ জনের। তবে বেসরকারি সূত্র বলছে, মৃতের সংখ্যা ৪০০ পার করেছে। এর আগে ওয়ানাড়ে গেছিলেন সেখানকার প্রাক্তন সাংসদ তথা লোকসভার দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়ঙ্কা। পরিস্থিতি দেখে এসে দুঃখপ্রকাশ করে এই ভূমিধসের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় পর্যন্তও ঠিক ছিল না আদতে প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যাবেন কিনা। এই ইস্যুতে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ।
শনিবার অবশ্য সেখানে গিয়ে শুধু ক্ষতিগ্রস্ত এলাকা নয়, স্থানীয় স্কুল-কলেজের পরিস্থিতিও খতিয়ে দেখেন মোদী। পাশাপাশি সেনাবাহিনীর তৈরি করা ১৯০ ফুটের বেইলি ব্রিজেও হাঁটেন তিনি।