শেষ আপডেট: 10th August 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে ধসের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়ানাড়। দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২২৪ জনের। তবে বেসরকারি সূত্র বলছে, মৃতের সংখ্যা ৪০০ পার করেছে। এই অবস্থায় তিনদিন আগেই জানা গেছিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো শনিবার বেলা ১১টার কিছু পর কেরলে পৌঁছন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে স্বাগত জানান। এরপর হেলিকপ্টার করে বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ধসের জেরে বহু এলাকা তছনছ হয়ে যাওয়ায় অন্তত ১০ হাজার মানুষকে নানা ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কপ্টার করে এলাকা পরিদর্শনের পর সেই ত্রাণ শিবিরেও যান নরেন্দ্র মোদী। সেখানের মানুষের অভিজ্ঞতা শোনেন এবং দুঃখ ভাগ করে নেন।
এলাকা পরিদর্শনের পর গ্রাউন্ড রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী। ধস কবলিত এলাকাগুলিতে কীভাবে উদ্ধারকাজ চলছে, কতটা অসুবিধা হচ্ছে বা পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, তা জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে ওয়ানাড়ের গোটা পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা তাঁর। প্রসঙ্গত, দুর্ঘটনার ১১ দিন পর অবশেষে ওয়ানাড়ে এলেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে সেখানে না যাওয়া নিয়ে সংসদে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
এর আগে ওয়ানাড়ে গেছিলেন সেখানকার প্রাক্তন সাংসদ তথা লোকসভার দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়ঙ্কা। পরিস্থিতি দেখে এসে দুঃখপ্রকাশ করে এই ভূমিধসের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় পর্যন্তও ঠিক ছিল না আদতে প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যাবেন কিনা। এই ইস্যুতে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ। তবে এখন দেখা গেল, শনিবার অবশেষে ওয়ানাড় গেলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর এই ওয়ানাড় পরিদর্শন নিয়েও অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশের বক্তব্য, ''মোদীজি যে ধস কবলিত এলাকা পরিদর্শন করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ। তবে আশা করছি, এইভাবেই সময় বের করে তিনি মণিপুর যাবেন যেখানে আরও অনেক মানুষ খুব কষ্টে আছেন।''
It is good that the non-biological PM is in Wayanad today. It was a devastating tragedy.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 10, 2024
After this, He is scheduled to visit Ukraine to stop the war once again. Hopefully he will find the time and the inclination before then to also visit Manipur - which has been experiencing…