শেষ আপডেট: 9th August 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: হরিণী শ্রী। তামিলনাড়ুর ১৩ বছরের এক খুদে নৃত্যশিল্পী। কিন্তু, সেই হরিণী মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল। কেরলের ওয়ানাড় জেলা যখন অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যুস্তূপে পরিণত হয়েছে, তখন রাজ্য সরকারের পাশে দাঁড়াল হরিণী। বিপর্যস্ত কেরলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বহু মানুষ, অন্য রাজ্য ও সংস্থাগুলি লক্ষ থেকে কোটি কোটি টাকা সাহায্য করেছে। আগামিকাল, শনিবার বিপর্যয় দেখতে ওয়ানাড় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, সেসবকে ছাপিয়ে গিয়েছে হরিণী।
১৩ বছরের একরত্তি এই মেয়েটি টানা ৩ ঘণ্টা ভারতনাট্যম নেচে প্রদর্শনী নৃত্যানুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ তুলে দিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হাতে। তার সেই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে তারিফ ও কুর্নিশের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওয়ানাড়ের ধস-পীড়িত মানুষের সাহায্যার্থে একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে একটানা ৩ ঘণ্টা ভারতনাট্যমের সুকঠিন কলাশৈলীর নাচ করে হরিণী।
তারপর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৃহস্পতিবার দেখা করে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকা তুলে দেয় এই কিশোরী। টাকার পরিমাণ সামান্য হলেও তার এই মানবিক প্রয়াসের গুণমুগ্ধ হয়েছেন সকলেই। শুধু তাই নয়, এই টাকার মধ্যে তার নিজস্ব জমানো কিছু পুঁজিও রয়েছে। বিজয়নকে সে তার নাচের ভিডিও দেখালে তিনিও আপ্লুত হয়ে পড়েন এবং ছোট্ট মেয়েটিকে সর্বান্তঃকরণে আশীর্বাদ করেন।
কেরল সরকার একটি এক্সবার্তায় বলেছে, ১৩ বছরের তামিলনাড়ুর এই মেয়ে হরিণী শ্রী ওয়ানাড় ভূমিধসে পীড়িত সাহায্যের জন্য টানা ৩ ঘণ্টা ভারতনাট্যম নেচে ১৫ হাজার টাকা সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুলাইয়ের ওই ধসে এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ৭২৩টি পরিবারের প্রায় ২৫১৪ জন বিভিন্ন ত্রাণ-উদ্ধার শিবিরে দিন গুজরান করছেন। যাঁদের মধ্যে ৯৪৩ জন পুরুষ, ৯৭২ জন মহিলা এবং ৫৯৯টি শিশু রয়েছে।