শেষ আপডেট: 9th August 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা তৈরিতে চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটির জমি দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সেই সিদ্ধান্তে সাময়িক হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কারখানা তৈরি নিয়ে নানা জট এখনও থেকেই গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য সৌরভকে দেওয়া জমির মূল্য মাত্র ১ টাকা। এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে।
শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলার শুনানি হয় ৷ হাইকোর্টের নির্দেশ, এই মামলার বিচারের উপরে জমির মালিকানার ভবিষ্যৎ নির্ভর করবে। ৩৫০ একরের মধ্যে ১১.২৮ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে। রাজ্যের দায়িত্ব, ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা। এই অবস্থায় ওই জমির কোনও রকম ব্যবহার, বিক্রি কিছু করতে পারবে না রাজ্য। মামলা চলাকালীন সময়ের মধ্যে চন্দ্রকোনার মোট জমি যা একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, তা নাগরিকের আস্থা অর্জনের জন্য পুনরায় খতিয়ে দেখতে হবে।
একইসঙ্গে এই বিষয়ে সব পক্ষের বক্তব্য হলফনামা দিয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দেবে রাজ্য। পাঁচ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে।
একইসঙ্গে কেন ওই জমি নিলাম না করে, কোনো ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা হল, আদালতকে এই নিয়ে ব্যাখ্যা দিতে হবে রাজ্যকে। যদি এই ব্যাপারে রাজ্যের আইনজীবী আদালতকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়, তাহলে জমি হস্তান্তর পদ্ধতিতে আদালত আপত্তি করবে বলে স্পষ্ট জানিয়েছেন ডিভিশন বেঞ্চ।
বিচারপতি জয়মাল্য বাগচী ও অন্যান্য বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, ওই জমি দেওয়ার ক্ষেত্রে কি নিলাম হয়েছে? যদি না হয় তাহলে কেন হয়নি? নিলাম হয়েছে কি না সন্দেহ আছে।
এদিন হাইকোর্ট আরও নির্দেশ দেয়, রাজ্য, সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোনার ওই জমি খতিয়ে দেখবে রাজ্য। সেখানে প্রয়াগের তরফে ফিল্ম সিটির জন্য যে সব পরিকাঠামো তৈরি হয়েছিল, তার বাজারমূল্য খতিয়ে দেখা হবে। আগামী শুনানিতে সেই বাজারদর অনুযায়ী হিসেব আদালতে রাজ্যকে দিতে হবে।