শেষ আপডেট: 10th April 2024 07:19
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণ রুখতে তৎপর কলকাতা পুলিশ। এবার লালবাজারের তরফে প্রোমোটার ও ডেভলপারদের সচেতন করা হল। নির্মাণের কাজ চলাকালীন কোনও ‘চাপ’ বা তোলাবাজি ঠেকাতে চালু হল হেল্পলাইন নম্বর।
শহরের প্রোমোটার ও ডেভলপারদের নিয়ে লালবাজারে বৈঠকের পরই হেল্পলাইন নম্বর চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নম্বরটি হল ৯৪৩২৬১১০০০। কোথাও কোনও নির্মাণকাজ করতে গেলে এলাকার সিন্ডিকেট কিংবা টাকার জন্য যদি চাপের মুখে পড়তে হয় তাহলে প্রোমোটার ও ডেভলপাররা সরাসরি এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারবেন। যেখানে অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে লালবাজার। আমজনতাও এই নম্বরে অভিযোগ জানানোর সুবিধা পাবেন।
গত ১৭ মার্চ রাতে গার্ডেনরিচ এলাকার একটি নির্মীয়মাণ বহুতল পাশের ঝুপড়ির উপর ভেঙে পড়ে। ঘটনাটি প্রাণ কেড়েছে ১৩ জনের। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে বহু পরিবারের জীবন। ওই বহুতল যে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, তা মেনে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই। চলছে। গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়েই শহরে বেআইনি নির্মাণ রুখতে কঠোর হয়েছে কলকাতা পুরসভা। এরপরই পুরসভার তরফে তিন জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশও।
অন্যদিকে, অধিকাংশ রিয়েল এস্টেট সংস্থার অভিযোগ, নির্মাণকাজ করতে গেলে স্থানীয় সিন্ডেকেটরা নানাভাবে চাপ তৈরি করে থাকে। টাকা চেয়ে তাদের উপর চাপ দেওয়া হয়। বেআইনি নির্মাণের পিছনে প্রশাসন ও স্থানীয় নেতাদের হাত থাকে বলে সরব হয়েছেন তাঁরা। তাই এই ধরনের সমস্যার সমাধানে এবার হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নিল লালবাজার।