শেষ আপডেট: 19th August 2023 10:23
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতার বাড়িতে বুলডোজার হানার রেশ এবার কলকাতা পুরসভায় (Kolkata Corporation)। শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি (BJP) নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পুরসভার বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পুরসভার মধ্যেই বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির একাংশ কাউন্সিলর। পরিস্থিতির জন্য দু‘পক্ষই একে অপরকে দুষছে।
জানা গেছে, বিজেপি নেতার বাড়িতে বুলডোজার হানার প্রতিবাদে শনিবার পুরসভায় বিক্ষোভ দেখাতে জড় হয়েছিলেন বিজেপির কাউন্সিলররা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। বিক্ষোভের পর তাঁরা কলকাতা পুরসভার ভেতরেই সাংবাদিক বৈঠক করেন বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলেরার। কলকাতা পুরসভার চেয়ারপার্সেন মালা রায়ের অভিযোগ, "পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা।"
বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও তাঁদের কে ধাক্কাধাক্কি করেন বলে তৃণমূলের অভিযোগ। পাল্টা হিসেবে বিজেপির তরফে পরিস্থিতির জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করা হয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পাল্টা অভিযোগ, "তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন সুনীল সিং। সেকারণেই ওর দোকানও বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাতে এসেছিলাম। পরিকল্পিতভাবে ওরা বিশৃঙ্খলা তৈরি করে।"
যদিও বিজেপির আনা রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “পুরসভার জায়গা দখল করে নির্মাণ গড়েছিলেন। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
আরও পড়ুন: সিপিএমের ডিগবাজির পর টসে জিতল তৃণমূল, লটারিতে উপ প্রধান হলেন বিজেপির নেতা