শেষ আপডেট: 19th August 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কলকাতা পুরসভায় (Kolkata Corporation)। শাসক ও বিরোধী কাউন্সিলরদের মধ্যে বচসা, সেই থেকে হাতাহাতি লেগে যায়। এই ঘটনার পড়েই পুরসভার মধ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।
শনিবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুরসভায় ঢোকা যাবে না। বাহিনীকে থাকতে হবে গেটের বাইরেই। এমনকী কলকাতা পুরনিগমের কাউন্সিলর ক্লাব রুমে বহিরাগত ঢুকতে পারবে না, এমনও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পুরসভার বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে পুরসভার মধ্যেই বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির একাংশ কাউন্সিলর।
এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে। বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও তাঁদেরকে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলররা। বিকেলে দেখা গেল, কলকাতা পুরসভার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন ফিরহাদ। উল্লেখ্য, এর আগে বিধানসভাতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আরও পড়ুন: মমতার নির্দেশ, বাইপাস লাগোয়া ৫২টি জমিতে শনিবার সরকারি মালিকানার সাইনবোর্ড লাগাল ভূমি দফতর