শেষ আপডেট: 10th October 2023 19:07
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের দ্বিতীয় দিনে অফিসে তখন চরম ব্যস্ততা। ছোট লাল বাড়িতে আচমকাই ঢুকে পড়ে পুলিশ। হতচকিত হয়ে যান পুরকর্মীরা। কোনও কিছু বুঝে ওঠার আগেই কলকাতা পুরসভার সেন্ট্রাল রেকর্ডের ঘর কোথায় জানতে চায় পুলিশ কর্মীরা। আঙুল উঁচিয়ে দেখানোর পরই তড়িঘড়ি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে পুলিশ। ততক্ষণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন এক কর্মী। দ্রুত তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার কলকাতা পুরসভায় আত্মহত্যার চেষ্টা করেন এক কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরসভার রেকর্ড বিভাগের কর্মী তিনি। ঘটনাস্থলে নিউ মার্কেট থানার পুলিশ পৌঁছে কর্মীকে উদ্ধার করে। বর্তমানে ওই কর্মীর অবস্থা স্থিতিশীল। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ঠিক কী ঘটেছিল? পুরসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রথমে ১০০ ডায়ালে নিজেই ফোন করেন ওই ব্যক্তি। তিনি জানান, অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না, তাই আত্মহত্যার পথ বেছে নিতে চলেছেন তিনি। সঙ্গে সঙ্গে লালবাজার থেকে ফোন যায় নিউমার্কেট থানায়। পুরসভার একটি ঘরেই ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছিলেন। ঠিক সময়ে পুলিশ এসে দরজা ভেঙে পুরকর্মীকে উদ্ধার করে।
কাজের চাপের বিষয়টি মানতে নারাজ পুর কর্তৃপক্ষ। ঘটনাটির প্রসঙ্গে পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘অন্য কোনও সমস্যা থাকলেও কাজের সেরকম কোনও চাপ নেই, যার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। মানসিক অবসাদগ্রস্ত হয়ে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন হতে পারে। পুলিশ তদন্ত করছে। তাতেই সত্যটা সামনে আসবে।’ ওই কর্মী যাতে সুস্থ থাকেন, তার জন্য পুর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অতীন ঘোষ।