শেষ আপডেট: 9th August 2024 10:19
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর মুক্তি পাওয়া একাধিক হিন্দি ছবির মধ্যে একটি ছবি নিয়েই সর্বত্র চর্চা হয়েছে। তা হল 'লাপাতা লেডিজ'।
আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত এই ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসের নিরিখে কোনও 'ক্লাব' না ছুঁতে পারলেও, সিনেমাপ্রেমীরা ফুল মার্কস দিয়েছেন এই ছবিকে। সেই 'লাপাতা লেডিজ' এবার দেখানো হবে সুপ্রিম কোর্টে! শুক্রবার ছবি দেখতে আসছেন খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যেই একটি হল এই সিনেমা প্রদর্শন। 'লাপাতা লেডিস' আসলে নারীশক্তির গল্প বলে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলে। তাই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতেই দেখানো হবে এই ছবি। জানা গেছে, অভিনেতা-প্রযোজক আমির খান এবং তাঁর টিমও শুক্রবার সুপ্রিম কোর্টে আসতে পারেন।
শুক্রবার বিকেল ৪.১৫ নাগাদ এই ছবি দেখানো হবে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের একাধিক সিনিয়র বিচারপতিরা তাঁদের স্ত্রীদের নিয়ে এই সিনেমা দেখতে আসছেন। এমনকী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ছবি দেখার জন্য।
এই ছবির মূল কাহিনী দুই মহিলাকে কেন্দ্র করে। সদ্য বিয়ের পর ট্রেনে করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় একজন হারিয়ে যান এবং অন্যজন অচেনা এক পরিবারে চলে আসেন। সেখান থেকেই গল্প অন্য মোড় নেয়। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম 'নেটফিক্স'-এও মুক্তি পেয়েছে এই ছবি। এবার সুপ্রিম কোর্টে তার স্ক্রিনিং হচ্ছে।