শেষ আপডেট: 7th February 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: বয়স ষাট ছুঁইছুঁই। তাতে কী হয়েছে? প্রেমে পড়ার জন্য বয়সটা কোনও বাধাই নয়। তাই আবারও প্রেমে পড়তে চান বলিউডের এই খান। কে জানেন? আমির খান!
এটা প্রথম নয়, জীবনে অনেকবারই প্রেমে পড়েছেন আমির। রিনা দত্ত, কিরণ রাও, এখন ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। আমিরের পর্দার বাইরের জীবনই বলে দেয় তিনি পুরোদস্তুর একজন প্রেমিক মানুষ।
সেই আমিরের জীবনে আবার প্রেম আসতে চলেছে। তবে এবার রিয়েলে না রিলে! বড় পর্দায় প্রেমে পড়তে চান অভিনেতা। একটি সংবাদমাধ্যমকে জানান প্রেমের ছবিতে অভিনয় করতে চান তিনি। তবে হ্যাঁ, চিত্রনাট্য তাঁর বয়স অনুযায়ী তৈরি করতে হবে। ষাটের কাছে এসে এখন তিনি ১৮ বছরের যুবকের চরিত্রে অভিনয় করবেন না।
‘৩ ইডিয়টস’-এর অভিনেতা আরও বলেন, ‘প্রেমের গল্প হলে আমার তাতে অভিনয় করতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমার বয়সে প্রেম নিয়ে কাজ করাটা বেমানান। কিন্তু গল্পের খাতিরে যদি আমার চরিত্র প্রেমে পড়ে, তাহলে কেন করব না?’
২০২২ সালে করিনা কাপুর ও আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পায়। টম হ্যাঙ্কসের জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অনুপ্রেরণায় বানানো হয় এই সিনেমা। তবে বক্সঅফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। সম্প্রতি প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর পরিচালনায় ‘লাপাতা লেডিস’ ছবিটির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন অভিনেতা।
আমিরের পরের ছবি ‘সিতারে জমিন পর’-এর শুটিং শুরু হয়ে গেছে। এটি ‘তারে জমিন পর’-এর সিকুয়েল। অভিনয়ের সঙ্গে এবার পরিচালনাতেও দেখা যাবে আমির খানকে। ‘সিতারে জমিন পর’-এর হাত ধরেই এই প্রথম পরিচালক হিসেবে আমিরের হাতেখড়ি হতে চলেছে। ছবি মুক্তির বিষয়ে আপাতত কোনও কথা জানান নি অভিনেতা।