শেষ আপডেট: 29th February 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো: 'লাপাতা লেডিস' মুক্তির আগে আগেই ঘোষণা করলেন আমির খানের পরের ছবির কথা। বেশ কিছুদিন ধরেই 'সিতারে জমিন পর' নিয়ে চর্চা চলছিল। মুক্তির তারিখ থেকে শুরু করে কাস্টিং সব কিছু নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে সেসব নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি আমির।
সব চর্চার ইতি করে সম্প্রতি অভিনেতা জানালেন তাঁর পরের ছবি 'সিতারে জমিন পর'-এর শুটিং শুরু হয়েছে। ২০০৭-এ আমির খানের 'তারে জমিন পর'-এর সিকুয়েল 'সিতারে জমিন পর'।
২০২২ সালে 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। হলিউডের ব্লকব্লাস্টার সিনেমা টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল আমিরের এই ছবিটি। ওঁর বিপরীতে ছিলেন করিনা কাপুর। দারুণ কাস্টিং ও বড় বাজেট নিয়ে তৈরি হলেও দর্শকদের মনে জায়গা করতে পারে না 'লাল সিং চাড্ডা'।
'সিতারে জমিন পর' ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আমির নিজে ও তাঁর বিপরীতে থাকবেন জেনেলিয়া ডিসুজা। বড় পর্দায় প্রথমবার এই জুটিকে দেখা যাবে। জেনেলিয়াও বহু বছর পর এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছেন।
কাহিনী নিয়ে প্রশ্ন করা হলে আমির জানান এখানে 'তারে জমিন পর'-এর মতোই একটি গল্প দেখানো হবে। আরও জানান, 'আমরা চেষ্টা করছি চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ক্রিসমাসের সময় ছবিটি রিলিজ করতে। ছবিটির মধ্যে সবরকম মশলা আছে। এন্টারটেনিং একটা ফিল্ম। গল্পটা খুব সুন্দর। অনেকদিন আগে শুটিংও শুরু হয়ে গেছে। তবে এখানে আমি লিড চরিত্রে থাকলেও ক্যামেরার পেছনে কিছু কাজের সঙ্গেও যুক্ত।'
'সিতারে জমিন পর' নিয়ে ফ্যানরা বেশ উত্তেজিত। ২৭ বছর আগে 'তারে জমিন পর' মুক্তি পেলেও আজও সিনেমার কাহিনী ও চরিত্রগুলি মানুষের মনে গেঁথে আছে। সকলেরই ধারণা তার সিকুয়েলও একই রকম জনপ্রিয় হবে।