শেষ আপডেট: 27th February 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিয়ে জিনিসটা বেশ ইন থিং! বাংলায় কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অনুপম রায়, বিয়ে নিয়ে নেটদুনিয়া আপাতত মশগুল। তারকাদের বিয়ে নিয়ে সবসময়ই সরগরম থাকে নেটপাড়া, তার সঙ্গে ট্রোলিং যুক্ত হয় যদি সে বিয়েটি পাত্র বা পাত্রীর দ্বিতীয় বা তৃতীয় বিয়ে হয়।
তবে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে কেউই তেমন মুখ খোলেন না। সবারই একটাই কথা ‘বনিবনা না হওয়ায় সম্পর্ক ভেঙেছে’। এটা হওয়া অসম্ভব নয়! বিচ্ছেদের অন্যতম কারণই হল দুজনের অমিল। অর্থাৎ দুই পক্ষের স্বভাব চরিত্র আলাদা হওয়ায় তা একসময় দমবন্ধ পরিস্থিতি তৈরি করে। তাই নিজেকে মুক্ত করার জন্যই বিচ্ছেদের পথ বেছে নেন অনেকে।
সেরকমই বিচ্ছেদ হয়েছে আমির খান ও কিরণ রাওয়ের। তবে ওঁদের বিচ্ছেদটা আর পাঁচজনের মতো নয়। ওঁদের ছাদ আলাদা হয়েছে। তবে একে অপরের প্রতি সম্মান এখনও অটুট আছে। তাই হয়তো ‘লাপাতা লেডিস’এর মতো ছবিতে একসঙ্গে কাজ করতে পারলেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত ও আমির খানের প্রযোজনায় নতুন ছবি ‘লাপাতা লেডিস’-এর ট্রেলার। সেই ছবির প্রোমোশনে এসে আমির খান বললেন, তিনি আইনত বিচ্ছেদের পর কিরণ রাওকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামী হিসেবে তাঁর মধ্যে কী খামতি আছে। এ কথা শুনেই নাকি কিরণ খাতা পেন নিয়ে এসে উনিশ কুড়িটা পয়েন্ট লিখে ফেলে। তারমধ্যে সে জানায়, অভিনেতার সবচেয়ে খারাপ স্বভাব হল সে নিজেই বলে যায়, কাউকে বলতে দেয় না, কারও কথা শুনতেও চায় না। এটা বদলে ফেললেই যে কোনও সম্পর্ক মধুর হবে।
সংবাদমাধ্যম আমিরকে এমনও জিজ্ঞেস করেন যে বিচ্ছেদের পর কিরণের সঙ্গে কাজ করতে অসুবিধা হচ্ছে কিনা। তিনি জানান, ‘কোনও ডাক্তার কি বলছে যে আইনত কারও সঙ্গে আলাদা হয়ে গেলে তাঁর সঙ্গে আর কাজ করা যায় না? অবশ্যই করা যায়। আমি খুব লাকি যে কিরণ আমার জীবনে এসেছিল। তাই আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। একটা সময় আমরা ব্যক্তিগত ভাবে ও পেশাগতভাবে অনেক ভালো জিনিস তৈরি করেছি। আমরা পরিবার ছিলাম, এখনও আছি।’