শেষ আপডেট: 8th August 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকি দল শুভেচ্ছার সাগরে ভেসে গেলেন। এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক এসেছে। হকিতে গত ম্যাচে জার্মানির কাছে হারের পরে দলের তারকাদের মনোবল ভেঙে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে দলের এই জয়কে কুর্নিশ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী লিখেছেন, তোমরা আমাদের আরও একবার গর্বিত করলে।
খেলা শেষের সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এক্স হ্যান্ডল থেকে লিখেছেন, ভারতীয় হকি দলকে অভিনন্দন। তারা কঠিন সংকল্প, কঠোর পরিশ্রমের পুরস্কার পেল। অলিম্পিক্সে পদক আনাই বিরাট ব্যাপার। তারা যেভাবে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক নিয়ে এল, সেটি তাদের লাগাতার ত্যাগেরই ফসল। আগামী দিনে আরও সাফল্যের জন্য শুভকামনা জানাই।
ভারতীয় দলের চলতি গেমসে দারুণ ফর্ম ছিল। দলের অধিনায়ক হরমনপ্রীত সিং থেকে শুরু করে সুখজিৎ, বিবেক, হার্দিকরা যে ম্যাচ খেলেছেন, তাতে দেশের সকলেই গর্বিত। এমনকী ম্যাচে যেভাবে দাপট দেখিয়েছেন তারকারা, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
???????????? ???????????????????????????????????? ????????????????????????! Many congratulations to the men's hockey team on securing a second consecutive Olympic Bronze medal after previously winning it at ???????? Tokyo 2020.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 8, 2024
???? The Indian men's hockey team last won back-to-back Bronze medals in the 1968 and 1972… pic.twitter.com/Yl4gQpj7vI
Heartiest Congratulations to our men's hockey team for winning the bronze medal in #ParisOlympics2024!
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
India beams with joy at your extraordinary achievement. Your relentless dedication and unwavering hard work fill our hearts with boundless pride.
Wish you all the very best…
ভারতীয় দলের গোলের নিচে পি আর শ্রীজেশের পারফরম্যান্সও সকলের হৃদয়ে থেকে যাবে। তিনি এই ম্যাচেই অবসর নিলেন। প্রতি ম্যাচে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন শ্রীজেশ। সতীর্থরাও আবেগমুখর তাঁর এই পারফরম্যান্সে।
দলের অধিনায়ক হরমনপ্রীত সিং প্রতি ম্যাচেই প্রায় গোল করে দলকে জিতিয়েছেন। স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচেও তাঁর জোড়া গোল দলকে সাফল্য এনে দিয়েছে। তিনি ম্যাচ শেষে এই জয়ের কৃতিত্ব একা নিতে চাননি। বরং জানিয়েছেন, একা গোল করা যায় না, বাকিদেরও অবদান লাগে। এই জয় সকলের প্রয়াসের কারণেই সম্ভব হয়েছে। তবে পাশাপাশি সোনা না জয়ের আক্ষেপও করেছেন। জার্মানি ম্যাচে হারেই সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। তাও যে লড়াই করে ফিরে এসেছে দল, তাতেই খুশি দলের নেতা।