শেষ আপডেট: 6th August 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকি দলের কাছে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ। জার্মানির বিরুদ্ধে জিতলেই পদক নিশ্চিত ভারতের। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্সে সোনা জিতেছিল ভারতীয় দল। তারপর দীর্ঘ খরা। গতবার ব্রোঞ্জ এসেছিল। এবার অবশ্য সোনা জয়ের হাতছানি হরমনপ্রীত সিংদের কাছে।
প্যারিস অলিম্পিক্সে শুরুতে ছন্দে ছিল না ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও সেরকম ভাল খেলতে পারেনি দল। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছিল তারা। বেলজিয়ামের বিরুদ্ধে ভারতীয় দল এগিয়ে গিয়েও হেরেছিল দল। তবে অস্ট্রেলিয়াকে ৭২ বছর পরে হারানো ভারতীয় হকির পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিতে ওঠাও ভারতীয় দলের পক্ষে ইতিবাচক বিষয়। ওই ম্যাচে লাল কার্ড দেখেন অমিত রুইদাস। তিনি জার্মানি ম্যাচে খেলতে পারবেন না।
জার্মানির বিপক্ষে ভারতীয় হকি দলের অতীতের রেকর্ড ভাল। ১৮টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত, চারটি ম্যাচ ড্র হয়। জার্মানি ছ’টি ম্যাচে জিতেছে। সেই কারণে এদিন রাতের মধ্যে ভারত জিতে ফাইনালে যেতে পারলে সেটাই আশার কথা হবে। তবে সোনা জিততে গেলে শ্রীজেশদের জিততেই হবে।
ভারতীয় হকি দল এবার যা ফর্মে বিরাজ করছে, তাতে করে সোনা তারা পেতেই পারে। শুরুতে গুটিয়ে থাকলেও টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই সেরা মেজাজে দেখা গিয়েছে তারকাদের। জার্মানিকে না হারালে অবশ্য সোনা জয়ের স্বপ্ন সেই অধরাই থেকে যাবে।