শেষ আপডেট: 10th October 2024 11:03
দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছা আর মনের জোর থাকলে, কোনও কিছুকেই আটকে রাখা সম্ভব নয়। একথাই সত্য প্রমাণ করছেন বেঙ্গালুরুর এক মহিলা। নাম ভূমিকা। হঠাৎই ৩৫ বছর বয়েসে চোখে এক বিরল রোগ ধরা পড়ে। ডাক্তাররা জানান, রোগটি হল অপটিক্যাল নিউরাইটিস, যা পাঁচ লাখের মধ্যে একজনের হয়। চিকিৎসার পরেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। কিন্তু তারপরেও থেমে থাকেননি।
জীবনে বেঁচে থাকার লড়াই আরও কঠিন হতে থাকে। তবুও হাল ছেড়ে দিলে যে নিজের কাছে হেরে যাবেন, সে কথাই ভেবে এসেছেন। চলেছে নতুন করে বেঁচে থাকার লড়াই। তবে সহজ কাজগুলো ক্রমাগত ভুমিকার কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠছিল।
রান্না মানেই ভূমিকার কাছে ভালবাসা। দৃষ্টি হারানোর পরে সেই রান্নাকেই আরও বেশি আপন করে নিয়েছেন তিনি। দীর্ঘদিন রান্নাঘরে ঢুলকেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে। পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, সবাই রান্নাঘর থেকে দূরে থাকার পরামর্শ দিত। কিন্তু কোনও মতেই পিছু হটতে চাননি ভূমিকা।
দিনের পর দিন হাত পুড়েছে। রেসিপি যাতে একদম নিখুঁত নয়, তার জন্য কঠোর পরিশ্রম করে গিয়েছেন। অবশেষে রান্না দিয়েই সকলের মন জেতার সিদ্ধান্ত নেন তিনি। পথ চলা শুরু করেন ইউটিভবে চ্যালেন খুলে। প্রচুর বাঁধা আসা সত্ত্বেও বর্তমানে তাঁর ৮০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার। সুস্বাদু সব রান্না দিয়ে মনে কেড়েছেন অনুরাগীদের।
ভূমিকার মতে, জীবনে অনেক বাধা আসবে। তবে থেমে থাকলে আর সেই সব বাধাকে আঁকড়ে ধরে থাকলে, এগিয়ে যাওয়া যাবে না। অতিক্রম করতে হবে সমস্ত বাধাকে। কোনও কিছুই সহজে পাওয়া যায়। দরকার অক্লান্ত পরিশ্রমের। সেই সঙ্গে প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা। তিনিও ঠিক সেই বিশ্বাসটাই নিজের উপর রেখেছিলেন। আজ তিনি সবার কাছে অনুপ্রেরনা।