শেষ আপডেট: 15th September 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়া যাওয়ার কথা ছিল ফিরাদ হাকিমের। সেই সফরই বাতিল হয়ে গেল কলকাতার মেয়রের। দেশের যে কোনও জনপ্রতিনিধির কাছে বিদেশ থেকে আমন্ত্রণ এলে যাতায়াতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতেই হয়।
সেই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিলেন ফিরহাদ। কিন্তু ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে বিচার করেই ফিরহাদের সফরের অনুমতি দেওয়া হয়নি।
ব্রিক্স (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র। ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। সফর বাতিল হওয়া প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় তাঁর রাশিয়া যাওয়া হচ্ছে না।
কলকাতার মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকও রাশিয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল ফিরহাদকে। কিন্তু এস জয়শঙ্করের বিদেশ মন্ত্রক অনুমতি দিল না।
ফিরহাদের স্ট্যাটাস রিপোর্টে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, 'Ministry of External Affairs has examined the proposal. Clearance from political angle is declined'. অর্থাৎ, বিদেশ মন্ত্রক আবেদন যাচাই করে দেখেছে। ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে তা প্রত্যাখ্যান করা হল'।
কিন্তু কেন পুতিনের দেশে কলকাতার মেয়র ফিরহাদের সফর বাতিল হল, কোন রাজনৈতিক দৃষ্টিকোণের কথা বলা হল, তা নিয়ে এখনও ধন্ধে রাজ্য প্রশাসন।