শেষ আপডেট: 9th March 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ঘুঘুডাঙায় জনতা হিমঘরে গ্যাস লিক হয়ে সকাল সকাল হুলস্থুল বাঁধল জলপাইগুড়ি শহরে। সকাল সাড়ে আটটা নাগাদ হিমঘর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি থেকে পৌঁছয় দমকল বাহিনী। খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রেও। বিপর্যয় সামাল দিতে ডেকে পাঠানো হয় এনডিআরএফ টিমকেও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ঘুঘুডাঙা এলাকায়।
জানা গেছে ঘুগুডাঙার ট্যাপরামারি এলাকায় ওই হিমঘরে ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৮ কুইন্টাল আলু রাখার ব্যবস্থা রয়েছে। শনিবার সকালে হিমঘরের শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্র মেরামতের সময় পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধে আশেপাশের মানুষের তীব্র অস্বস্তি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরের দুই কর্মী। খবর পেয়ে পুলিশ, দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে হিমঘরে পৌঁছয়। অসুস্থ ওই কর্মীদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
ডায়মন্ডহারবার থেকে জলপাইগুড়ি জনতা হিমঘরে কাজ করতে এসেছেন উরগান শেখ। তিনি বলেন, "আজ সকালে আমরা হিমঘরে কাজ করছিলাম। আচমকাই গ্যাস লিক হয়। তীব্র গন্ধ বের হতে থাকে। হিমঘরের মধ্যেই আমাদের দুই সহকর্মী অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাণভয়ে পালিয়ে আসি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তাদের।"